আমাদের সম্পর্কেঃ
প্রতিষ্ঠাকাল - ১৯৫০ খ্রিষ্টাব্দ।
অত্র প্রতিষ্ঠানটি ১৯৫০ খ্রীঃ প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন যাবত ফোরকানিয়া মাদরাসা হিসেবে পরিচালিত হয়। পরবর্তী সময় অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মোঃ সাকোয়াতজ্জামান প্রধান এটাকে হাফেজী মাদরাসা হিসেবে পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন এবং সেভাবেই পরিচালিত হতে থাকে। তৎপরবর্তী সময় মাদরাসা প্রতিষ্ঠাতা মোঃ সাকোয়াতজ্জামান প্রধান এবং প্রতিষ্ঠাতা সুপার মরহুম মাওলানা মোঃ আজিজুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় গত ০১/০১/১৯৮৪ খ্রীঃ মহিলা দাখিল মাদরাসা হিসেবে আত্মপ্রকাশ করে মাদরাসা বোর্ডের স্বীকৃতি লাভ করে।
আলিমঃ --- ০১/০৭/১৯৯৩ -- এমপিও -- ০১/০১/১৯৯৫
ফাজিলঃ --- অনুমতি -- ০১/০৭/২০০০ -- মাদরাসা বোর্ড থেকে
--- অধিভুক্ত -- ০৫/০৯/২০১০ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
--- এমপিও -- ০১/০৭/২০১৯ থেকে